ফের বাংলার মুকুটে নয়া পালক। স্কুল শিক্ষক-শিক্ষিকাদের বদলির জন্য তৈরি হওয়া ‘উৎসশ্রী’ পোর্টাল পেল স্কচ সিলভার পুরস্কার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই এই পোর্টালটি চালু হয়। ওই পুরস্কার পেয়ে ভীষণ খুশি স্কুলশিক্ষা দফতর। বদলি ব্যবস্থায় স্বচ্ছতা ও দ্রুততা আনতে ২০২১ সালের ২ অগাস্ট রাজ্যে উৎসশ্রী পোর্টাল চালু হয়েছিল। ওই পোর্টালের মাধ্যমে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত মিউচ্যুয়াল, জেনারেল ও স্পেশাল গ্রাউন্ডে বদলি মিলিয়ে ৩০ হাজারেরও বেশি শিক্ষক-শিক্ষিকা সুফল পেয়েছেন।