মালবাজারে স্বজনহারাদের বাড়িতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। নিহতদের পরিবারের সঙ্গে কথা বললেন তিনি। তাঁদের পাশে থাকার বার্তা দেন তিনি। সোমবার কলকাতা বিমানবন্দর থেকে রওনা হওয়ার সময় তিনি মালবাজারের বিপর্যয় নিয়ে দুঃখপ্রকাশ করেন। তবে তিনি যে সব সময় খোঁজখবর নিয়েছেন, তাও এদিন কলকাতা বিমানবন্দের দাঁড়িয়ে জানান তিনি। তিনি বলেন, উদয়ন গুহ, বুলুচিকি বরাইক, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সকলে মালবাজারের ঘটনায় কাজ করেছে। তার সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী, মন্ত্রী অরূপ বিশ্বাস। মালবাজারের ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৌম্য অধিকারী ও তপন অধিকারীর বাড়িতে যান মুখ্যমন্ত্রী। সোমবার বিকেল চারটে নাগাদ মুখ্যমন্ত্রী পৌঁছন মালবাজারের ১০ নম্বর ওয়ার্ডে অধিকারীদের বাড়িতে। তাকে চা দিয়ে আপ্যায়ন করেন পরিবারের সদস্যরা ।সেখান থেকে বেরিয়ে তিনি যান পার্শ্ববর্তী শুভাশিস লাহার বাড়িতে। শুভাশিসবাবু দশমীর দিন নিরঞ্জনে গিয়ে হড়পা বানে ডুবে মারা গিয়েছিলেন। এরপর মুখ্যমন্ত্রী যান বিভা পন্ডিতের বাড়িতে । তার ছোট ছেলের মাথায় হাত রেখে পাশে থাকার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী । মঙ্গলবার জলপাইগুড়িতে প্রশাসনিক সভা রয়েছে । সেই সভাতে নিহত পরিবারের সদস্যদের উপস্থিত থাকতে বলেন তিনি।