কলকাতা

টেট চাকরি প্রার্থীদের বিক্ষোভে উত্তাল সল্টলেকের করুণাময়ী চত্বর

২০১৪ সালের টেট পরীক্ষায় কৃতকার্য হওয়া চাকরিপ্রার্থীদের বিক্ষোভে সোমবার সকাল থেকে উত্তাল হয়ে উঠল সল্টলেকের করুণাময়ী চত্বর। হাজার হাজার টেট পাস চাকরি প্রার্থীরা প্রাথমিক শিক্ষা দপ্তরের সামনে বিক্ষোভ দেখাবে বলে এগোতে থাকেন। তাদেরকে পুলিশ বিধাননগর মেট্রো স্টেশনের সামনে আটকে দেয়। সেখানেই তারা বসে পড়েন রাস্তার ওপর । শুরু হয় বিক্ষোভ কর্মসূচি । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিধাননগর মেট্রো স্টেশন সহ সল্টলেক করুণাময়ী চত্বরে যান চলাচল বন্ধ হয়ে যায় ।পরিস্থিতি সামাল দিতে প্রচুর সংখ্যক পুলিশ সেখানে জমায়েত হয়। কিন্তু করুণাময়ীতে হাজার হাজার চাকরিপ্রার্থীরা রাস্তার ওপরে বসে পড়েন। চাকরিপ্রার্থীরা প্রখর রোদ উপেক্ষা করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। হঠাৎ একজন চাকরিপ্রার্থী বিক্ষোভ দেখাতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে , মহিলা পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সরিয়ে নিয়ে যায়। বিক্ষোভরত চাকরি প্রার্থীরা তাদের চাকরির দাবিতে স্লোগান দিতে থাকেন। আচার্য প্রফুল্ল চন্দ্র ভবনের সামনে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। চাকরি প্রার্থীরা স্পষ্ট দাবি জানান, তারা ২০১৭ সালে যারা টেট পরীক্ষার্থী তাদের সঙ্গে এখন আর পরীক্ষায় বসবেন না। কারণ ২০১৪ সালে তারা টেট পাশ করেছেন এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে তারা ইন্টারভিউ দিয়েছেন। মোট ১৩ হাজার চাকরি প্রার্থীর মধ্যে এখনো ৭ হাজার চাকরিপ্রার্থী নিয়োগ পাননি। তাই নতুন করে তারা আর পরীক্ষায় বসবেন না । কারণ তারা ইতিমধ্যে পরীক্ষায় কৃতকার্য হয়েছেন এবং ইন্টারভিউ দিয়েছেন। তাদের সরাসরি নিয়োগপত্র দিতে হবে। আর তারা যদি নিয়োগপত্র না পায় তাহলে তারা এখানেই বসে থাকবেন এবং আন্দোলন চালিয়ে যাবেন বলে হুমকি দেন। ২০১৪ সাল টেট কৃতকার্য এবং প্রশিক্ষণপ্রাপ্ত একতা মঞ্চের পক্ষ থেকে মোট ৯ দফা দাবি জানিয়ে একটি স্মারকলিপি আচার্য ভবনে প্রতিনিধিদের মারফত পৌঁছে দেওয়া হয়।