দেশ

সঞ্জয় রাউতের জেল হেফাজতের মেয়াদ বাড়ল

শিবসেনা নেতা সঞ্জয় রাউতের জেল হেফাজতের মেয়াদ বাড়ল। মঙ্গলবার জামিনের আবেদনের শুনানি ছিল। বিশেষ আদালত জানায়, জামিনের আবেদনের শুনানি চলবে। আগামী ২১ অক্টোবর সেই শুনানি হবে। সুতরাং, ওদিন পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে মুম্বইয়ের পত্র চাওল মামলায় অভিযুক্ত রাউতকে। আর্থিক তছরুপের অভিযোগে ইডি তাঁকে গ্রেফতার করেছিল। বিশেষ বিচারক এম জি দেশপাণ্ডের এজলাসে রাউতকে এদিন পেশ করা হয়। এদিন ইডির হাতে গ্রেফতার হওয়া এনসিপি নেতা একনাথ খাডসের সঙ্গে আচমকা দেখা হয়ে যায় রাউতের। তাঁদের মধ্যে স্বল্প সময়ের কথাও হয়। এর মধ্যেই রাউতকে বলতে শোনা যায়, তিনি খুব শীঘ্রই ছাড়া পাবেন।