বিনোদন

প্রয়াত সঙ্গীত পরিচালক স্বপন সেনগুপ্ত

প্রয়াত হলেন বলিউডের জনপ্রিয় সংগীত পরিচালক স্বপন সেনগুপ্ত। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তাঁর মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র সঙ্গীতের একটি যুগের অবসান হল। কয়েক মাস আগেই ৯০ বছর পূর্ণ করেন বিশিষ্ট গায়ক। পরিবারের পক্ষ থেকে বাড়িতে তাঁর জন্মদিন পালন করা হয়। পারিবারিক আত্মীয় স্বজনের পাশাপাশি বলিউডের অনেকেই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জন্মদিন উপলক্ষ্যে সেদিন কেক কাটেন। একটু কেক মুখেও দেন তিনি। কিন্তু এরপর থেকেই শিল্পীর শরীর খারাপ হয়। ক্রমশ তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। অবশেষে সোমবার মুম্বইয়ে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নবতীপর এই সুরকার। তাঁর মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে।উল্লেখ্য ১৯৫৭ সালে ঢাকায় জন্মগ্রহন করেন স্বপন সেনগুপ্ত। এরপর কলকাতায় তিনি বেড়ে ওঠেন। পরবর্তীকালে তিনি মুম্বই চলে যান। সেখানে ইয়ুথ কেয়ার নামে একটি সংস্থার সঙ্গে যুক্ত হন। সেখানেই তাঁর জগমোহন বক্সীর সঙ্গে আলাপ হয়। বন্ধুত্ব থেকেই দুজনে বলিউডে একসঙ্গে কাজ শুরু করেন। দীর্ঘ সঙ্গীত জীবনে বলিউডে চুটিয়ে কাজ করে গিয়েছেন যে সব বাঙালি শিল্পী, তাঁদের মধ্যে অন্যতম স্বপন সেনগুপ্ত এবং জগমোহন বক্সী জুটি। হিন্দি ছবির পাশাপাশি বাংলা, পাঞ্জাবি এবং ভোজপুরী ছবিতেও সুর দিয়েছেন এই জুটি। এসডি বর্মনের সহযোগী হিসাবেও কাজ দীর্ঘ দিন তাঁরা কাজ করেছেন। লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, কিশোর কুমারের মতো শিল্পীর সঙ্গেও একের পর এক জনপ্রিয় ছবিতে কাজ করেছেন স্বপন-জগমোহন।