দেশ

প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে মানিক ভট্টাচার্যের অপসারণের সিদ্ধান্তে স্থগিতাদেশ সুপ্রিমকোর্টের

প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে মানিক ভট্টাচার্যের অপসারণের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিল দেশের শীর্ষ আদালত। কলকাতা হাইকোর্টের সিদ্ধান্ত খারিজ করে পর্ষদ সভাপতি পদ থেকে মানিক ভট্টাচার্যকে অপসারণ করার সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি সুপ্রিম কোর্টের । মঙ্গলবার ওই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চের তরফে বলা হল কলকাতা হাই কোর্টের সিদ্ধান্ত সঠিক ছিল না।  তার অপসারণকে কেন্দ্র করে যে সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা হাই কোর্ট তার বিরোধিতা করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মানিক। সেই মামলার রায়ে আপাতত মিলল স্বস্তি কারণ দেশের শীর্ষ আদালতের রায় দিল তার পক্ষেই। আজ শুনানি চলাকালীনই কলকাতা হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ দেন দুই বিচারপতি। তারা জানান, কোনও যুক্তিতে মানিক ভট্টাচার্যকে সরানো হল, মানিকের আইনজীবীর কী কী যুক্তি আছে, তা বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে। যদিও অপসারণের নির্দেশে স্থগিতাদেশ দিলেও তাকে ফেরানোর নির্দেশ সুপ্রিম কোর্ট দেয়নি।আদালত আরও বলেছে আপাতত তাকে গ্রেফতার করতে পারবে না সিবিআই। তবে তদন্ত চালিয়ে যেতে বাধা নেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। তদন্ত কীভাবে চলছে, তদন্তের অগ্রগতি কত দূর, কিভাবে এগোতে চাইছে সিবিআই , ৪ সপ্তাহ পর সেই রিপোর্টে দিতে হবে সুপ্রিম কোর্টে। মামলার পরবর্তী শুনানি দিন অবশ্য এখনও ঠিক হয়নি।