স্বাস্থ্যকেন্দ্রের ভিতরে এক নার্সকে ধর্ষণের ঘটনায় তুলকালাম ছত্তিশগড়। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে কড়া শাস্তির দাবিতে পথে বিজেপি। তাদের সঙ্গে যোগ দিয়েছেন স্বাস্থ্য কেন্দ্রের কর্মীরাও। তারা দাবি তুলেছে যথাযথ নিরাপত্তার। সরকার সেই নিরাপত্তা দিতে ব্যর্থ হলে তারা কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে। এখনও পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ৩জনকে গ্রেফতার করেছে। ঘটনায় জড়িত আরও এক পলাতক। তাঁর খোজে পুলিশ তল্লাশি শুরু করেছে। নির্যাতিতাকে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ধৃত তিনজনের মধ্যে একজন নাবালক। জানা গেছে, শুক্রবার বেলা তিনটে নাগাদ ভোপালের মহেন্দ্রগড় জেলার ছিপছিপি গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে গণধর্ষণের ঘটনাটি ঘটে । নির্যাতিতার বয়ান অনুযায়ী, শুক্রবার স্বাস্থ্যকেন্দ্রে তিনি একাই ছিলেন। ডাক্তার এবং স্বাস্থ্যকেন্দ্রের অন্যান্য কর্মীরা অন্যান্যদিনের মতো সকালে এসেছিলেন। ডাক্তারবাবুরা রোগী দেখার পর চলে গেলে তারাও যে যার বাড়ি চলে যান। দুপুর সওয়া তিনটে নাগাদ চার যুবক স্বাস্থ্যকেন্দ্রে ঢুকে পড়ে। ওই নার্স কিছু বোঝার আগেই তাদের মধ্যে একজন তাঁকে দড়ি দিয়ে বাঁধে। পরে একে একে তাঁর ওপর শারীরিক নির্যাতন চালায়। নির্যাতিতাকে তারা এও বলে, পুলিশকে খবর দিলে বা পুলিশের সঙ্গে যোগাযোগ করলে তাঁকে খুন করে দেবে। যদিও সেই হুমকিকে পাত্তা না দিয়ে ওই নার্স পুলিশের সঙ্গে যোগাযোগ করে। জানায় কুকীর্তির কথা। পুলিশ দ্রুত মাঠে নামে। গ্রেফতার করে তিন যুবককে।তাদের জেরা করে চতুর্থজনের নাগাল পাওয়ার চেষ্টা করেছে।