আততায়ী হামলায় এক চোখের দৃষ্টি হারিয়েছেন সলমন রুশদি। অকেজো হয়েছে একটি হাতও। শরীরের নানা অংশে গভীর ক্ষত রয়েছে। এমনটাই জানালেন তাঁর এজেন্ট অ্যান্ড্রু উইলি। প্রসঙ্গত, নিউ ইয়র্কে একটি আলোচনা সভায় হামলা করা হয়েছিল প্রবীণ লেখককে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হয়েছে। বুকারজয়ী লেখকের এজেন্ট জানান, রুশদির গলা আর ঘাড়ের কাছে তিনটি গভীর ক্ষত রয়েছে। তাঁর হাতের বেশকিছু শিরা কেটে গিয়েছে। তাই ওই হাত একেবারেই অকেজো। তাছাড়াও এক চোখে আর দেখতে পাচ্ছেন না প্রবীণ লেখক। বুকের নানা অংশে মোট ১৫টি ক্ষত রয়েছে। তবে রুশদি এখন কোথায় রয়েছেন, সে বিষয়ে মুখ খুলতে চাননি অ্যান্ড্রু উইলি।