বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে মৃত্যু হল এক শিশুর। বিস্ফোরণের ফলে জখম হয়েছে আরও এক শিশু। মঙ্গলবার সকালে উত্তর ২৪ পরগনা জেলার কাঁকিনাড়া স্টেশনের কাছে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে ভাটপাড়া থানার পুলিশ। পৌঁছেছেন রেল পুলিশের কর্মীরাও। জানা গিয়েছে, কাঁকিনাড়া স্টেশনের কাছে একটি ঝোপ থেকে বোমা নিয়ে খেলতে গিয়েছিল সাত বছর বয়সী এক শিশু। সেই সময় আচমকা সেটি প্রচন্ডে শব্দে বিস্ফোরিত হয়। সকালের ব্যস্ত সময়ে
এমন প্রচন্ড শব্দে ভয় পেয়ে যান স্থানীয়রা। ঘোর কাটলে বুঝতে পারেন বোমা বিস্ফোরণ হয়েছে। ঘটনাস্থলে এসে দেখেন এক শিশু রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। জখম হয়েছে আরও ৩ শিশু। তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা সাত বছর বয়সী শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বাকি ৩ জখম শিশু। অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ভাটপাড়া থানার পুলিশ ও জিআরপির আধিকারিকরা, ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে আরও একটি বোমা। বম্ব স্কোয়াডের কর্মীরা সেই বোমা নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন। কে বা কারা এই বোমা মজুত করেছে তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।