জেলা

‘আরবিআই যেন রাজ্য সরকারকে ঋণ না দেয়’, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে আর্জি শুভেন্দু অধিকারীর

 ‘আরবিআই যেন রাজ্যকে ঋণ না দেয়’! কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের কাছে আর্জি জানালেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার বিস্ফোরক টুইট, ‘রাজ্যের ৬ লক্ষ কোটি টাকা দেনা রয়েছে। ঋণ নেওয়ার উর্ধ্বসীমা পেরিয়ে গিয়েছে’। ‘রাজ্যকে বদনাম করতে চাইছে না’, প্রতিক্রিয়া মন্ত্রী ফিরহাদ হাকিমের।  ১০০ দিনের কাজ-সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের অনুদান বন্ধ। রাজ্য়ের বরাদ্দ টাকা চেয়ে  প্রধানমন্ত্রীকে একাধিক চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রীও। চুপ করে বসে নেই কেন্দ্রও। পুজোর মধ্যে নবান্নে রাজ্যে মুখ্যসচিবকে পালটা চিঠি দিয়েছেন  কেন্দ্রীয় গ্রামোয়ন্ননমন্ত্রকের সচিবও। চিঠিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ‘রাজ্যের কেন্দ্রীয় সরকার অনুদানে যে প্রকল্পগুলির চলছে, সেই প্রকল্পগুলির নাম পরিবরর্তন করতে হবে। কেন্দ্রের নামই ব্যবহার করতে হবে। কেন্দ্রের নাম ব্যবহার না করলে টাকা দেওয়া যাবে না’।