জেলা

এবার বিস্ফোরক বিজেপি নেতা সায়ন্তন বসু

আসন্ন পঞ্চায়তে ভোটে লড়াই হবে সিপিএম-তৃণমূলে। বর্তমান রাজ্য নেতৃত্বকে ছত্রে ছত্রে আক্রমণ করে শীর্ষ নেতৃত্বকে চিঠি দিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। দলের বর্তমান অবস্থা বিষয়ক সেই চিঠিতে সায়ন্তনের দাবি, রাজ্য বিজেপিতে ফিরিয়ে আনা হোক ২০১৯-এর মডেলকে। চিঠির ছত্রে-ছত্রে আক্রমণ করা হয়েছে বর্তমান রাজ্য নেতৃত্বকে। দলের সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডাকে লেখা চিঠিতে তিনি অভিযোগ করেছেন, দলে আদি কর্মীরা ব্রাত্য থেকে গিয়েছেন। বরং সেই জায়গায় প্রাধান্য পাচ্ছেন তৃণমূল থেকে আসা নেতারা। বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেওয়া নেতাদের অপেক্ষাকৃত নিরাপদ আসনগুলি দেওয়া হয়েছিল। সেই জায়গায় পুরনো কর্মীদের কঠিন লড়াইয়ে ফেলে দেওয়া হয়েছে। ফল স্বরূপ দুর্গাপুর, পূর্ব, বিধাননগর, পানিহাটি, ব্যারাকপুর, সিঙ্গুর, সিউড়ি, জলপাইগুড়ি, সপ্তগ্রাম, কালনা, ভবানীপুরের মতো আসন হারতে হয়েছে। নেতৃত্বের অযোগ্যতাই এই ভরাডুবির কারণ।