আর্থিক অনগ্রসরদের সংরক্ষণে ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। আর্থিক অনগ্রসরদের সংরক্ষণ বৈধ বলে জানিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত। এই রায়ের ফলে সরকারি কর্মক্ষেত্র থেকে শুরু করে শিক্ষা, সর্বত্রই অতিরিক্ত ১০ শতাংশ সংরক্ষণ দেওয়া হবে আর্থিকভাবে অনগ্রসরদের। সোমবার এই রায় দেন শীর্ষ আদালতের ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। এদিন সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই নিয়ম সমাজে কোনও বৈষম্য তৈরি করছে না। তা সংবিধানের মূল কাঠামোর পরিপন্থীও নয়।