জেলা

এবার ইডি-র জিজ্ঞাসাবাদের মুখে পরেশচন্দ্র অধিকারী

এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীকে জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন তিনি। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই তাঁকে ডেকে পাঠানো হয়েছে বলে খবর। পরেশের বিরুদ্ধে মূল অভিযোগ, প্রভাব খাটিয়ে নিজের মেয়েকে চাকরি পাইয়ে দিয়েছিলেন তিনি। সেই বিষয়ে তাঁর বয়ান রেকর্ড করছে ইডি। প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশে পরেশের মেয়ে অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। তাঁর জায়গায় চাকরি দেওয়া হয় ‘যোগ্য প্রার্থী’ ববিতা সরকারকে। হাইকোর্টের নির্দেশে এর আগে এই মামলার তদন্তে সিবিআই পরেশকে জিজ্ঞাসাবাদ করেছিলেন। এবার ইডি’র জিজ্ঞাসাবাদের মুখে তিনি। সূত্রের খবর, অঙ্কিতার চাকরি প্রসঙ্গ ছাড়াও বিভিন্ন খুঁটিনাটি তথ্য চাইছে ইডি।