রাস পূর্ণিমা হিন্দুদের উৎসবের মধ্যে এটি হল একটি অন্যতম উৎসব। এদিন ভারতের নানা অংশে পালিত হয় দেব দীপাবলিও৷ পঞ্জিকা অনুযায়ী, সোমবার, ৭ নভেম্বর বিকেল ৪ টে ১৫ মিনিটে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে৷ কিন্তু রাস পূর্ণিমা আজকে হলেও পূর্ণিমা তিথি শেষ হবে আগামীকাল বিকেল ৪ টে ৩১ মিনিটে। তাই উদয়া তিথি হিসাবে আগামীকাল পালিত হওয়ার কথা রাস পূর্ণিমা। কার্তিক মাসের শুক্লপক্ষের পূর্ণিমাকে বলা হয় কার্তিক পূর্ণিমা এবং শারদ পূর্ণিমা নামেও পালিত হয়। যা এ বছরের ৮ নভেম্বর মঙ্গলবার। ধর্মীয় বিশ্বাস অনুসারে, এই পূর্ণিমায় উপবাস করলে একজন ব্যক্তি শত অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ করেন। এই দিনে সূর্যোদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে স্নান করা শুভ বলে মনে করা হয়। হিন্দু ধর্মে এই পূর্ণিমাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পৌরাণিক কাহিনি অনুসারে, এই দিনে ভগবান শিব ত্রিপুরাসুর রাক্ষসকে বধ করেছিলেন। তাই এই পূর্ণিমা ত্রিপুরী বা ত্রিপুরারি পূর্ণিমা নামেও পরিচিত। অন্য একটি কিংবদন্তি অনুসারে, এই দিনে ভগবান শ্রী হরি বিষ্ণু মৎস্য অবতার গ্রহণ করেছিলেন। তাই এই দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে। এও কথিত আছে, শ্রীকৃষ্ণ গোপিনীদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তাদের ইচ্ছা পূরণ করবেন এবং তাদের সঙ্গে রাসলীলা করবেন। এভাবেই শুরু হয় রাস লীলা। এই উৎসবের সঙ্গে জড়িত আছে বিশেষ মাহাত্ম্য। এটি বৈষ্ণব সম্প্রদায়ের এক বিশেষ উৎসব। শোনা যায় রস থেকেই নাকি রাস শব্দের সূচনা হয়েছিল। প্রথম নবদ্বীপে নাকি এই উৎসব পালিত হয়। সেই সময় চৈতন্যদেবের পরবর্তী সময়ে নবদ্বীপে বৈষ্ণবীয় ভাবধারায় এই উৎসব পালন করা হত।