দেশ

টানা বৃষ্টিতে বিপর্যস্ত তামিলনাড়ু

 টানা বৃষ্টিতে বিপর্যস্ত তামিলনাড়ু। শনিবার থেকে রাজ্যজুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলছে। যার ফলে বহু জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। একাধিক জেলায় বাঁধ উপচে পড়েছে। গত এক সপ্তাহ ধরে নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে দক্ষিণ ভারতের রাজ্যটিতে। আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, বৃষ্টি এখনই থামার সম্ভাবনা নেই। চলবে আরও কিছুদিন। ফলে রাজ্যবাসীর দুর্ভোগের অন্ত হচ্ছে না। পূর্বাভাস বলছে, রবিবার রাজ্যজুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। রাজধানী চেন্নাইতে বৃষ্টির সঙ্গে দোসর বজ্রবিদ্যুৎ এবং ঝড়। মাইলিয়াধুতরাই জেলার একাধিক জায়গার জলমগ্ন অবস্থার চিত্রগুলি ইতিমধ্যেই সংবাদমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। কোয়েম্বাটরে বাঁধ উপচে পড়ছে বানভাসি অবস্থার সৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টির কারণে থেনি, ডিন্ডিগুল, মাদুরাই, শিবগঙ্গা এবং রামানাথাপুরম জেলায় বন্যার সতর্কতা জারি করা হয়েছে। থেনি জেলায় ভাইগাই ড্যাম থেকে ৪২৩০ কিউবিক ফুট অতিরিক্ত জল ছাড়া হয়েছে।