কলকাতা

অভিযুক্ত বাইক আরোহীদের দিয়ে সচেতনতা কর্মসূচী, অভিনব উদ্যোগ অনুজ শর্মার

জ্যোতির্ময় দত্ত, কলকাতাঃ পথদুর্ঘটনা প্রায়শই মানুষের মনে গভীরভাবে ক্ষত সৃষ্টি করে। রাজ্য সরকার এই পথদুর্ঘটনা বন্ধ করতে বিভিন্ন ধরনের কর্মসূচী গ্রহণ করেছে। নেওয়া হয়েছে “সেভ ড্রাইভ সেভ লাইফ” এর মতো কর্মসূচীও। এই পথদুর্ঘটনা এড়াতে প্রতিবারের মতো এবারও সাতদিনব্যাপী “পথ নিরাপত্তা সপ্তাহ” শুরু হলো আজ সোমবার থেকে। পুলিশ ট্রেনিং স্কুল থেকে এই কর্মসূচীর শুভ সূচনা করেন কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা । এই “পথ নিরাপত্তা সপ্তাহ ” পালনের মুল লক্ষ্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলা। কি ভাবে রাস্তা পারাপার করতে হবে, কি ভাবে গাড়ি চালাতে হবে, জীবনের ঝুঁকি নিয়ে কোন সময়ই যেন কেউ গাড়ি না চালায় সে বিষয়েও সচেতনতা বৃদ্ধি করা লক্ষ্যেই এই কর্মসূচী। যে সমস্ত বাইক চালকেরা বিভিন্ন ধরনের অভিযোগে অভিযুক্ত তাদেরকেই সুপরিকল্পিতভাবে সচেতনতার বৃদ্ধির কাজে লাগিয়ে মাননীয় পুলিশ কমিশনার অনুজ শর্মা এবারের “পথ নিরাপত্তা সপ্তাহ” কর্মসুচীকে এক অন্য মাত্রা দিয়েছেন। নিয়েছেন অভিনব উদ্যোগ।  দেখুন ভিডিও –