ফেসবুক এবং টুইটার থেকে ছাঁটাই হওয়া কর্মীদের জন্য সুখবর দিল টাটাদের মালিকানাধীন সংস্থা জাগুয়ার ল্যান্ড রোভার৷ সংস্থার পক্ষ থেকে ডানানো হয়েছে, মেটা অথবা টুইটারের মতো সংস্থা থেকে ছাঁটাই হওয়া কর্মীদের নিয়োগ করবে তারা৷ এই কর্মীদের ডিজিটাল এবং ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত কাজের জন্য চাকরি দেওয়া হবে৷ ব্লুমবার্গে প্রকাশিত একটি রিপোর্টেই এমন দাবি করা হয়েছে৷ ল্যান্ড রোভার যুক্তরাজ্য, আমেরিকা, আয়ারল্যান্ড, ভারত, চিন এবং হাঙ্গেরিতে সবমিলিয়ে ৮০০ মানুষকে চাকরি দিয়েছে৷ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে,ট্যুইটার, ফেসবুকের মতো তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি থেকে ছাঁটাই হওয়া কর্মীদের অটোনমাস ড্রাইভিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্লাউড সফটওয়্যারের মতো কাজে ব্যবহার করা হবে৷