জেলা

সিকিমে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ল গাড়ি, মৃত ২

কলকাতা থেকে ৫ জনের এক পর্যটক দল ভোররাতে শিলিগুড়ি পৌঁছন। কালবিলম্ব না করে শেষরাতেই গাড়ি ভাড়া করে সিকিমের উদ্দেশে রওনা হন। কিন্তু পথেই নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি রাস্তা থেকে গাড়িটি গড়িয়ে সোজা নদীতে গিয়ে পড়ে। ফলে ঘটনাস্থলেই পর্যটক দলের একজন ও গাড়ির চালক মারা যান। বাকিরা বর্তমানে চিকিৎসাধীন। জানা গেছে, শনিবার ভোররাতেই গাড়িটি পর্যটক দলকে নিয়ে সিকিমের উদ্দেশে রওনা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, পর্যটকরা সকলেই কলকাতার। ১০ নম্বর জাতীয় সড়ক ধরেই তাঁরা যাচ্ছিলেন। সিকিমের সিংথামের কাছে সংখোলায় রানিখোলা নদীতে পড়ে যায়। ঘটনাস্থলেই রবীন্দ্রনাথ পাল (‌৭২)‌ নামের এক পর্যটকের মৃত্যু হয়। বাঁচানো যায়নি গাড়ির চালককেও। যদিও চালকের নাম-পরিচয় এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি। নদীতে নেমে বাকি পর্যটকদের উদ্ধার করতে স্থানীয় মানুষ যেমন ঝাঁপিয়ে পড়ে, তেমনই সেখানে পুলিশ সাহসী ভূমিকার পরিচয় দেয়। পাহাড়ি নদী থেকে সমস্ত পর্যটকদের উদ্ধার করে ৪ পর্যটককে সিকিমের সিংথাম হাসপাতালে ভর্তি করানো হয়। যতদূর জানা গেছে, সেই পর্যটকদলে চার বছরের এক শিশুও রয়েছে। সাতসকালে এতবড় ঘটনায় সংখোলার সর্বত্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।