মেক্সিকোকে ২-০ গোলে হারালো আর্জেন্টিনা। এদিন জেতার ফলে শেষ ষোলোয় যাওয়ার আসা জিইয়ে রাখল আর্জেন্টিনা। আর আর্জেন্টিনার কাছে হেরে যাওয়ায় কার্যত বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার মুখে মেক্সিকো। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে যাওয়ায় এদিন মেক্সিকোর বিরুদ্ধে দলে পাঁচটি পরিবর্তন এনেছিলেন আল বিসেলেস্তে কোচ লিওনেল স্কালানি। লেফট ব্যাকে ত্যাগলিয়াফিকোর জায়গায় নামিয়েছিলেন মার্কোস অ্যাকুইনাকে। সেন্ট্রাল ডিফেন্ডার ক্রিস্টিয়ানো রোমেরোর পরিবর্তে নামানো হয়েছিল লিয়ান্দ্রো মার্টিনেজকে। রাইট ব্যাক মলিনার জায়গায় মন্টিয়েল। মিডফিল্ডে লিয়ান্দ্রো পারদেসকে বসিয়ে এনেছিলেন গুইদো রদ্রিগেজকে। আর পাপ্পু গোমেজের জায়গায় মার্ক এলেস্টারকে। কিন্তু প্রথমার্ধে ৬৪ শতাংশ বলের নিয়ন্ত্রণ রাখলেও গোলের সুযোগ তৈরি করতে পারেননি মেসি-মারিয়ারা। মেক্সিকোর জমাট রক্ষণ ভেদ করতে পারেননি। বক্সের সামনে গিয়েই বার বার দিশা হারাচ্ছিলেন। উল্টে মেক্সিকোর ফরোয়ার্ডরা গোল লক্ষ্য করে বেশ কয়েকটি শট নিয়েছিল। ৪৫ মিনিটের মাথায় ভেগার নেওয়া ফ্রি-কিক দুর্দান্তভাবে ঝাঁপিয়ে ধরেন আর্জেন্টিনা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। নিশ্চিতভাবেই দলের পতন রোধ করেন। প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হওয়ায় দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য ঝাঁপিয়ে পড়ে নীল-সাদা জার্সিধারীরা। মেক্সিকোর বক্সে একের পর এক আক্রমণ তুলে আনে। ৬৪ মিনিটের মাথায় আচমকাই বক্সের বাইরে বল পেয়ে মেক্সিকোর জালে জড়ান ম্যাজিক ম্যান মেসি। এ নিয়ে বিশ্বকাপে দেশের হয়ে অষ্টম গোল করলেন। আচমকাই গোল খেয়ে দিশেহারা হয়ে পড়েন মেক্সিকোর খেলোয়াড়রা। আর্জেন্টিনার বক্সে বেশ কয়েকটি আক্রমণ নিয়ে গেলেও তা ছিল নির্বিষ। ৮৭ মিনিটের মাথায় বক্সের বাইরে জটলা থেকে দূরপাল্লার শটে দলকে দ্বিতীয় গোল এনে দেন এনজো ফার্নান্ডেজ।