কলকাতা

ফের নামল তাপমাত্রার পারদ, উত্তরবঙ্গ- দক্ষিণবঙ্গ জুড়ে শীতের আমেজ

নিম্নমুখী তাপমাত্রার পারদ। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে এখন শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী চার-পাঁচ দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তুরে হাওয়া প্রবেশ করবে অবাধে। তাই উত্তর-পশ্চিমের শীতল হাওয়ার রাজ্যে প্রবেশে কোনও বাধা থাকছে না। ফলে বাধাহীনভাবে উত্তর পশ্চিমের শীতল বাতাস প্রবেশ করতে চলেছে রাজ্যে। পাশাপাশি বাতাসে জলীয় বাষ্প ক্রমশ কমছে। ফলে আগামী কয়েকদিন আবহাওয়া থাকবে শুষ্ক ।আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বিহার, ওডিশা, ঝাড়খণ্ডের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ঝাড়খণ্ডের বেশ কিছু এলাকায় শৈত্য প্রবাহের সম্ভাবনা। আগামী দুদিন ওড়িশাতে সকালের দিকে থাকবে কুয়াশা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। এর আগে বৃহস্পতিবার ১৬ দশমিক ৫ ডিগ্রিতে নেমেছিল তাপমাত্রা। গত কাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। শনিবার থেকেই পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে নামতে শুরু করেছে পারদ।  উত্তর পশ্চিমের বাতাস থাকবে। রাজ্যে জুড়ে শীতের আমেজ বজায় থাকবে। অবাধ উত্তুরে হাওয়ায় আরও ৪-৫ দিন শীতের আমেজ থাকবে রাজ্যে।