জেলা

বিরাটির মহাজাতি নগরের দোতলা বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত বাবা ও ছেলে

শীতের ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হল দু জনের। মৃতরা সম্পর্কে বাবা ও ছেলে বলে জানা গিয়েছে। মঙ্গলবার ভোরে উত্তর ২৪ পরগনা বিরাটির মহাজাতি নগর এলাকায় একটি দোতলা বাড়িতে আগুন লেগে মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোর সাড়ে ৪টে নাগাদ বিরাটির মহাজাতি নগর এলাকায় ওই দোতলা বাড়িতে আগুন লাগে। সেই সময় বাড়ির মধ্যে ছিলেন ওই বাড়ির ৩ বাসিন্দা। আগুন লাগার খবর ছড়িয়ে পড়তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, এদিন ভোররাতে বিকট শব্দ শুনতে পান তারা। তড়িঘড়ি বাইরে বেরিয়ে দেখেন পাশের বন্দ্যোপাধ্যায় বাড়িতে আগুন জ্বলছে। ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় মানুষজন। তড়িঘড়ি দমকল বাহিনীকে খবর দেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন।

দমকলের দুটি ইঞ্জিন। দমকল কর্মীদের যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার সময় ওই বাড়ির মধ্যে ছিলেন বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় এবং তাঁর বাবা-মা। দ্রুত তিনজনকে উদ্ধার করেন দমকল কর্মীরা। বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় এবং তাঁর বাবাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। তিনজনকে হাসপাতালে নিয়ে গেলে বিদ্যুৎ এবং তাঁর বাবাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। গুরুতর অসুস্থ হয়েছেন মা। তাঁকে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃত বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায়ের বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি একটি ব্যাঙ্কে চাকরি করতেন। তাঁর বাবার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি রেলের প্রাক্তন কর্মী ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। অন্যদিকে কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছন তদন্তকারীরা। তবে কীভাবে এই আগুন লাগল তা এখনও জানা যায়নি।