দেশ

ফের সীমান্তে পাকিস্তানি ড্রোনকে গুলি করে নামাল বিএসএফ

পঞ্জাব সীমান্ত পেরিয়ে ফের ঢুকল পাকিস্তানি ড্রোন। তবে বিষয়টি টের পেয়েই সঙ্গে সঙ্গে সেটিকে গুলি করে নামায় বিএসএফ। এরপরই সীমান্তে নজরদারি আরও বাড়ানো হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে পঞ্জাবের অমৃতসর সীমান্তে। বিষয়টিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় প্রশাসনের মধ্যেও। বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় নাকা চেকিং করা হচ্ছে। সূত্রের খবর, সোমবার রাতে অমৃতসর (গ্রামীণ) জেলার চহরপুর গ্রামে সীমান্ত পেরিয়ে হানা দেয় দুটি পাক ড্রোন। তখন চেকপোস্ট সংলগ্ন এলাকায় নজরদারি চালাচ্ছিলেন কর্তব্যরত জওয়ানরা। সেসময় পাকিস্তানের দুটি ড্রোনকে আকাশে উড়তে দেখেন তাঁরা। গভীর রাতে সীমান্তের ওপারে পাকিস্তানের মাটিতে সেটিকে উড়তে দেখা যায়। পরে রাত বাড়তে উড়তে উড়তে সীমান্ত পেরিয়ে সোজা ভারতের মাটিতে ঢুকে আসে ড্রোনগুলি। আর সঙ্গে সঙ্গে সেটিকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করেন জওয়ান। গুলির আঘাতে ভেঙে পড়ে উড়ন্ত যানগুলি। উচ্চপদস্থ আধিকারিকদেরও এই ঘটনার কথা জানানো হয়।