কলকাতা

সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যুর তারিখে শুভেন্দুর ডিসেম্বর ধামাকার গন্ধ? প্রশ্ন কুণাল ঘোষের

সিবিআই হেফাজতের বগটুইকাণ্ডে অন্যতম অভিযুক্ত লালন শেখের অস্বাভাবিক মৃত্যুর সঙ্গে কি শুভেন্দুর ডিসেম্বর ধামাকার কোনও সম্পর্ক রয়েছে? প্রশ্ন তুলে দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। সোমবার ১২ ডিসেম্বর কোনও এক ধামাকার কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু হাজরায় তাঁর সভায় তার কোনও নামগন্ধ মিলল না। তবে লালন শেখের মৃত্যুর সঙ্গে আজকের তারিখের সম্পর্ক খুঁজে বের করার চেষ্টা করলেন কুণাল। শুধু তাই নয় শুভেন্দুকে জেরা করারও দাবি করে বসলেন তিনি। কুণাল ঘোষ প্রশ্ন তুলেছেন, শুভেন্দু অধিকারী কি ১২ ডিসেম্বর লালনের মৃত্যুর কথাই বলার চেষ্টা করেছিলেন? কাকতালীয় ভাবে আজই সেই ১২ ডিসেম্বর। এই দিনের ইঙ্গিতই কি দিয়েছিলেন শুভেন্দু? অবিলম্বে বগটুইকাণ্ডের তদন্তের আওতায় আনতে হবে শুভেন্দু অধিকারীকে। তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, এতদিন ধরে বলা হচ্ছিল ধরা হবে, ধরা হবে। তিনি ধরা পড়লেন। এবার জানা গেল সিবিআই হেফাজতে তার মৃত্যু হয়েছে। যে উচ্চতা থেকে মৃত্যু হয়েছে সেখানে আত্মহত্যা সম্ভব কিনা, গোটা ঘটনাটি কীভাবে ঘটল, স্পর্শ্বকাতর এই অভিযুক্তের নিরাপত্তার কী ব্যবস্থা করা হয়েছিল তা তদন্ত সাপেক্ষ। ১২ তারিখ সরকার থাকবে না, ১২ তারিখ দেখুন কী হয় এসব বলেছেন শুভেন্দু। এই ১২ ডিসেম্বরের সঙ্গে এই মৃত্যুর সম্পর্ক রয়েছে কিনা তা তদন্ত করতে হবে। এক্ষেত্রে শুভেন্দু অধিকারীকে তদন্তের আওতায় এনে তাকে হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করতে হবে।