দেশ

এবার অরুণাচলের আকাশে ভারতীয় বায়ু সেনার টহলদারি

দীর্ঘদিন ধরেই চিন চেষ্টা চালাচ্ছে ভারতীয় সীমান্ত লঙ্ঘন করার। ফের গত ৯ই ডিসেম্বর হঠাৎই অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে চিনা ফৌজ সীমান্ত লঙ্ঘনের চেষ্টা করে। যদিও গালওয়ানের ন্যায় লাল ফৌজের সেই প্রচেষ্টা অচিরেই ব্যর্থ করেছে ভারতীয় সেনা। কিন্তু ইতিমধ্যেই তাওয়াং সংঘর্ষ নিয়ে শুরু হয়ে গিয়েছে ব্যাপক চাপানউতোর সারা দেশ জুড়ে। মাটির পাশাপাশি আকাশ জুড়েও শুরু হয়ে গিয়েছে চিন সেনাদের আটকানোর জন্য তৎপরতা। জানা গিয়েছে, অরুণাচল প্রদেশে ভারতীয় আকাশ সীমা বরাবর শুরু হয়ে গিয়েছে বায়ু সেনাদের টহলদারি। সূত্রের খবর, সাম্প্রতিক কালে অরুণাচল প্রদেশের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে চিনা বিমানের কার্যকলাপ ধরা পড়েছে। আর তারপর থেকেই বাড়তি সতর্কতা নিয়েছে ভারতীয় বায়ু সেনাবাহিনী। অন্যদিকে আজ সংসদে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, তাওয়াং সংঘর্ষে ভারতীয় সেনাদের কেউ হতাহত হয়নি। তবে তাতে বিরোধীদের আক্রমণ এড়ানো যাচ্ছে না।