ফের অশান্তি শান্তিনিকেতনে। মঙ্গলবার মধ্যরাত্রে আবারও অশান্ত হয়ে উঠল শান্তিনিকেতন। পড়ুয়াদের অবস্থান মঞ্চ ভেঙে দিল বিশ্বভারতী। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাতোর নেতৃত্বে নিরাপত্তা কর্মীদের বিশাল বাহিনী উপাচার্যের বাড়ির সামনে ধরনা মঞ্চে হানা দেয়। আন্দোলনরত পড়ুয়াদের টেনেহিঁচড়ে বের করে দিয়ে আন্দোলন মঞ্চ নিরাপত্তা রক্ষীরা ভেঙে দেয়। সে নিয়ে বিশ্বভারতীতে ফের নতুন করে শুরু হয়েছে বিতর্ক। বিশ্বভারতীর ছাত্র-ছাত্রীদের বিক্ষোভের জেরে দু সপ্তাহ ধরে গৃহবন্দি উপাচার্য। বাড়ি থেকে বের হতে পারছেন না। খুব স্বাভাবিকভাবেই সমাবর্তন অনুষ্ঠানের প্রস্তুতি তদারকি করতে পারছেন না উপাচার্য। তাই চলতি বছর সমাবর্তন অনুষ্ঠান স্থগিত রাখার সিদ্ধান্ত নিতে হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।