এবার তিনি যোগ দিলেন কংগ্রেসে। আর হাত শিবিরে নাম লিখিয়েই পেলেন গুরুত্বপূর্ণ পদ। প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি হলেন তিনি। বিশেষ সূত্রের খবর এমনটাই। লক্ষ্মণ শেঠ দাপুটে রাজনৈতিক ব্যক্তিত্ব। তাই তাঁর পরিচয়। এবাদেও তাঁকে অনেকে চেনেন হলদিয়ায় একাধিক স্কুল- কলেজের প্রতিষ্ঠাতা হিসেবে। একসময় ছিলেন দাপুটে বাম নেতা। তারপর যোগ দিয়েছিলেন পদ্মশিবিরে। এরও পরে বিজেপি ছেড়ে যোগ দিয়েছিলেন কংগ্রেসে। হয়েছিলেন লোকসভা ভোটের প্রার্থীও। গবেষণার জন্য ‘ডিলিট’ও পেয়েছেন লক্ষ্মণ শেঠ। বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধিরা এসে তাঁর হাতে তুলে দিয়েছিলেন সম্মান।