দেশ

অরুণাচল প্রদেশের তাওয়াং সংঘর্ষের পর ড্রোন উড়িয়ে সীমান্তে নজরদারি চালাচ্ছে ভারত

 অরুণাচল প্রদেশের তাওয়াং এলাকায় ফের সংঘর্ষে জড়িয়ে পড়েছে ভারত-চিন। ভারতীয় সেনাদের ওপর হামলা চালায় লালফৌজ। তবে তাদের বেশ কড়া জবাবই দিয়েছে ভারতীয় সেনা। জানা গিয়েছে, গত ৯ ডিসেম্বর তাওয়াং সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) বরাবর ভারতীয় এবং চিনা সেনাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। দু’পক্ষেরই কয়েকজন করে সেনা জখম হয়েছেন বলে খবর। সেনা সূত্রের খবর, নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতের ভূখণ্ডে ঢোকার চেষ্টা করছিল লালফৌজ। তখনই বাধা দেন ভারতীয় সেনা জওয়ানরা। শুরু হয় সংঘর্ষ।