বিনোদন

সোশাল মিডিয়ার নেতিবাচক দিকগুলি সিনেমার ক্ষতি করছেঃ শাহরুখ

যা-ই হোক না কেন, পজিটিভ থাকতে হবে

একটু দেরি হলেও ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে হাজির হলেন শাহরুখ খান। নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে শাহরুখ পা রাখা মাত্র, হাততালিতে ফেটে পড়ল স্টেডিয়াম। শাহরুখকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানালেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ভাষণ দিতে উঠে সবাইকে চমকে দিলেন কিং খান। শাহরুখ প্রথমেই বলেন, ‘আমি দিদিকে কথা দিয়েছিলাম, যখনই কলকাতায় আসব, বাংলায় কথা বলার চেষ্টা করব। আজ আমি রানি মুখোপাধ্যায়কে আমার নিশানা করেছি। ওকে ফাঁসিয়ে আমি আমার বাংলা বক্তৃতা লিখিয়েছি। যদি ভালো বলি আমায় বাহবা দেবেন আর যদি ভুল বলি তাহলে এটা রানির ভুল’। এরপর তিনি বাংলায় বলেন, ‘প্রথমে কলকাতায় এসে খুব ভালো লাগছে। দিদি, দাদা, কলকাতার জামাইবাবু অমিতজি, জয়া আন্টিকে এই মঞ্চে আবার দেখে খুব ভালো লাগছে। অনেকদিন দেখা হয়নি তো। আর আমার প্রিয় সুন্দর রানিকে দেখে আমি খুব খুশি।’ এরপরেই শাহরুখ বলেন, ‘রাজ্যপাল থেকে শুরু করে মঞ্চে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কুমার শানু, অরিজিৎ সিং, শত্রঘ্ন সিনহা, রানিকে দেখেও ভালো লাগছে। আমি বেশ অনেক বছর উপস্থিত থাকতে পারিনি। তবে অনেক বছর পর আপনাদের দেখে ভালো লাগছে’। এরপরেই বাংলায় শাহরুখ বলেন, ‘সত্যি বলছি, আপনাদের সবাইকে দেখে সবচেয়ে খুশি ।’ বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে তিনি বলেছেন, ‘যাঁরা বাইরে থেকে এসেছেন তাঁদের কাছে আমার অঙ্গীকার, কলকাতায় আপনারা যে আতিথেয়তা পাবেন তা আজীবন মনে থাকবে।’ মঞ্চ থেকেই সোশ্যাল মিডিয়ার বয়কট ট্রেন্ড প্রসঙ্গে সরব হলেন শাহরুখ, ‘ সমাজের সমষ্টিগত আখ্যান সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই উঠে আসে

কিন্তু এই চিন্তাধারার উল্টোটাই ঘটছে বর্তমানে। সোশাল মিডিয়ার নেতিবাচক দিকগুলি সিনেমার ক্ষতি করছে। আমি মনে করি সিনেমার আরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সোশ্যাল মিডিয়া মাঝে মাঝেই কিছু নেতিবাচক মানসিকতার দ্বারা প্রভাবিত হয়ে থাকে। আমি কোথাও পড়েছি- নেতিবাচকতা সামাজিক মিডিয়ার কমারশিয়াল মূল্য বাড়ায়। সেই কারণেই সমষ্টিগত আখ্যান চাপা পড়ে যায় এবং সেটাকে ধ্বংসাত্মক করে তোলে। যা-ই হোক না কেন, সব সময় পজিটিভ থাকতে হবে বলে মন্তব্য করেন শাহরুখ খান। তিনি আরও বলেন, গোটা পৃথিবী জুড়ে যা-ই ঘটে যাক না কেন, তাঁদের মত মানুষদের সব সময় পজিটিভ থাকতে হবে। আমরা অনেকদিন দেখা করতে পারিনি। কিন্তু এখন পৃথিবীতে সব স্বাভাবিক হয়েছে। আমরা সবাই আনন্দিত। সারা পৃথিবী যাই করুক, আমি এবং তুমি ও আমার মতো যাঁরা পজিটিভ মানুষেরা রয়েছি, তাঁরাই বেঁচে আছি।’ প্রসঙ্গত, কিছু দিন আগেই মুক্তি পেয়েছে শাহরুখ খানের আগামী সিনেমা পাঠানের গান বেশরম রং (Behsaram Rang)।  বেশরম রংয়ে দীপিকা পাড়ুকোন কেন গেরুয়া রংয়ের বিকিনি পরেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।  শাহরুখ, দীপিকার বেশরম রং নিয়ে তীব্র আপত্তি জানান মধ্যপ্রদেশের মন্ত্রী নরোত্তম মিশ্র।  কেন্দ্রীয় সরকারের তথ্য এবং সম্প্রচার মন্ত্রকেও বেশরম রংয়ের বিরুদ্ধে দায়ের করা হয় অভিযোগ।  যা নিয়ে উত্তাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। এরপরই পাঠানের গান বেশরম রংকে বয়কটের ডাক দিয়ে ট্য়ুইটারে সেই বিষয়টি ট্রেন্ড করতে শুরু করে। এসবের মধ্যে এবার কলকাতা চলচ্চিত্র উৎসবে হাজির হয়ে সোশ্যাল মিডিয়া নিয়ে মন্তব্য করেন শাহরুখ খান।