ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। ফোনালাপে শক্তি, বাণিজ্য এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে দুই দেশের নেতা আলোচনা করেছেন। প্রধানমন্ত্রীর অফিস তরফে জানানো হয়েছে, “এসসিও সম্মেলনের ফাঁকে সমরকন্দে দুই নেতার বৈঠকের পর, এবার শক্তি সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা এবং অন্যান্য ক্ষেত্র সহ দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বিভিন্ন দিক পর্যালোচনা করেছেন দুই নেতা।”