উত্তরপ্রদেশের মথুরা জেলার সুরীর পুলিশ স্টেশনে ভিতরেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা দম্পতির। বুধবার ঘটনাটি ঘটে। এই ঘটনায় থানার তিন পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। বুধবার সকালে যোগিন্দার (৪৪) ও তাঁর স্ত্রী চন্দ্রাবতী গায়ে কেরোসিন তেল ঢেলে থানায় হাজির হন। তারপর পুলিশ অফিসারদের সামনেই গায়ে আগুন দেন। একটি ভিডিওয় দেখা গেছে, দম্পতি অগ্নিদগ্ধ অবস্থায় কাতরাচ্ছেন। একাধিক পুলিশ তখন আগুন নেভাতে ব্যস্ত। দম্পতির শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে। দু’জনকেই দিল্লির সফদরজঙ্গ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রামের কিছু লোকের সঙ্গে যোগিন্দারের জমি সংক্রান্ত গন্ডগোল চলছিল। অভিযোগ, চক্রান্ত করে যোগিন্দারের জমি কেড়ে নেওয়ার চেষ্টা করছিল সতপাল ও তার লোকজন। যোগিন্দারকে ভয়ও দেখায় অভিযুক্তরা। মারধর করে। পুলিশে অভিযোগ জানিয়েছিলেন যোগিন্দার। কিন্তু পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। তারই প্রতিবাদে থানায় এসে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে দম্পতি।