জেলা

নদিয়ার তাটলা-১ গ্রাম পঞ্চায়েতের প্রধানকে সোমবারের মধ্যে ইস্তফা দেওয়ার নির্দেশ অভিষেকের

নদিয়া জেলার রানাঘাটের দলীয় সভা থেকে ফের কড়া নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল কংগ্রেসে কাজ না করলে কোনও পদে থাকা যাবে না বলে আগে একাধিকবার বার্তা দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এবার অভিযোগ পাওয়ায় এক পঞ্চায়েত প্রধানকে ইস্তফা দেওয়ার নির্দেশ দিলেন তিনি। আগামী সোমবারের মধ্যে তাঁকে ইস্তফাপত্র পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় মানুষের অভিযোগ, নদিয়ার তাটলা-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্থপ্রতিম দে গত চার বছর ধরে গ্রামে যাননি। শোনেননি মানুষের অভাব অভিযোগের কথা। আর এই অভিযোগ পৌঁছে গিয়েছিল তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদকের কাছে। সেই প্রসঙ্গে বলতে গিয়ে এদিন কঠোর অবস্থান নেন তিনি। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য সভা থেকে বলেন, ‘তাটলা-১ পঞ্চায়েতের প্রধান এখানে আছেন? আমি জানতে চাই উনি গ্রামে শেষ কবে গিয়েছেন এলাকায়? প্রধান চার বছর গ্রামে যান না। আপনি থাকবেন কেন পদে? সোমবার সকালের মধ্যে আমার কাছে আপনার ইস্তফাপত্র পাঠিয়ে দেবেন প্রধান পার্থপ্রতিম দে।’