দেশ

তাজমহলের সম্পত্তি ও জলকর বাবদ কোটি টাকা চেয়ে নোটিশ পাঠালো আগ্রা পুরসভার

করের নোটিশ পেল তাজমহল! আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাছে জল ও  সম্পত্তি কর চেয়ে পাঠালো আগ্রা মিউনিসিপ্যালিটি। তাজমহলের ইতিহাসে প্রথমবার  এমন ঘটনা। এক ব্যতিক্রমী ঘটনার সাক্ষী রইল শাহজাহানের তাজমহল। এই প্রথমবার ঐতিহাসিক এই সৌধের সম্পত্তি ও জলকর চেয়ে নোটিশ পাঠাল আগ্রা পুরসভা। নোটিশ পাঠানো হয়েছে ভারতের পুরাতাত্ত্বিক সংস্থাকে। পাঠানো নোটিশে বলা হয়েছে, জলকর হিসেবে দিতে হবে ১.৯ কোটি টাকা এবং সমপত্তি কর হিসেবে দিতে হবে ১.৫ লক্ষ টাকা। বলা হয়েছে আগামী ১৫ দিনের মধ্যে টাকা মিটিয়ে দিতে হবে। কর মেটাতে ব্যর্থ হলে আগ্রা পুরসভা তাজমহল দখল করবে। ভারতীয় পুরাতাত্ত্বিক সংস্থার অ্যাসিস্ট্যান্ট সুপার রাজকুমার প্যাটেল জানান, এই প্রথম তাঁরা এমন করের  নোটিশ পেলেন। তাঁর ধারণা, কোনওভাবে ভুল করে মিউনিসিপ্যাল কর্তৃপক্ষ এটি পাঠিয়ে  ফেলেছে। কারণ স্মৃতিস্তম্ভগুলিকে কখনই কোনও কর দিতে হয় না। তিনি বলেন, যেহেতু  এই সম্পত্তির কোনও বাণিজ্যিক ব্যবহার নেই, সেহেতু সম্পত্তি করেরও কোনও প্রশ্নই  ওঠে না। মিউনিসিপ্যাল কমিশনার নিখিল টি ফান্ডেকে এই বিষয়ে প্রশ্ন করা হয়। তাঁর দাবি,  তাজমহলকে দেওয়া নোটিশ সম্পর্কে তিনি জানেনই না। তবে একইসঙ্গে তিনি এটাও  বলেন যে, সমস্ত সরকারি ও ধর্মীয় ভবন নির্বিশেষে কর দিতে নোটিশ পাঠানো হয়েছে।