বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে তাঁর আসানসোলের ফ্ল্য়াটে পৌঁছল পুলিশ। যদিও ফ্ল্য়াট তালাবন্ধ ছিল। ফলে আবাসনের বাইরেই অপেক্ষা করতে থাকেন পুলিশ আধিকারিকরা। আসানসোলে কম্বল বিতরণ করতে গিয়ে তিন জনের পদপিষ্ট হয়ে মৃত্য়ুর ঘটনায় আগেই জিতেন্দ্র তিওয়ারি, তাঁর স্ত্রী ও আসানসোল পুরনিগমের কাউন্সিলর চৈতালি তিওয়ারি সহ দশ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। গতকালই জিজ্ঞাসাবাদের কথা জানিয়ে চৈতালি তিওয়ারিকে নোটিস পাঠিয়েছিল পুলিশ। এই ঘটনায় ইতিমধ্য়েই ৬ জনকে গ্রেফতারও করা হয়েছে। গত বুধবার আসানসোলে কম্বল বিতরণের অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে তিন জনের মৃত্য়ু হয়েছিল। ওই অনুষ্ঠানের উদ্য়োক্তা ছিলেন চৈতালীদেবীই। এই ঘটনায় জিতেন্দ্র তিওয়ারি এবং চৈতালি তিওয়ারির নামে পুলিসে অভিযোগ দায়ের হয়।