জেলা

সাগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১২টি দোকান

ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছাই হয়ে গেল ১২টি দোকান। বৃহস্পতিবার ভোরে দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগরের বামনখালিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে সাগরের বামনখালিতে একটি চায়ের দোকানে কোনওভাবে আগুন লাগে। শীতের ভোরে স্থানীয় মানুষজন প্রথম সেই চায়ের দোকান থেকে ধোঁয়া বেরোতে দেখেন। ক্রমে সেই আগুন পাশের অন্যান্য দোকানগুলিতে দ্রুত ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলতে থাকে ১২টি দোকান। এই দৃশ্য দেখে তড়িঘড়ি দমকল বাহিনীকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় দমকল কর্মীরা আগুন নেভানোর কাজে হাত লাগান। দুটি দমকলের প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলেন পরিদর্শনে যান বিধায়ক ও সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলেন।