জেলা

বড়দিনের আগেই চালু হয়ে গেল সাঁতরাগাছি ব্রিজ

বড়দিনের আগে সুখবর পেলেন নিত্যযাত্রীরা। আজ শুক্রবার থেকেই সাঁতরাগাছি ব্রিজের দুই লেনেই যান চলাচল শুরু হল। তার ফলে যানজট ও ঘুরপথে যাতায়াতের হ্যাপা দূর হল যাত্রীদের। পূর্তদফতর নির্ধারিত সময়ের বেশ কিছুটা আগেই সেতু মেরামতের কাজ শেষ করতে পারায় যান চলাচল স্বাভাবিক হয়েছে কোনা এক্সপ্রেসওয়েতে। একমাসেরও বেশি সময় পর খুলল সাঁতরাগাছি সেতু। আজ সকাল থেকেই শুরু হয়েছে স্বাভাবিক যান চলাচল। মেরামতির জন্য ১৯ নভেম্বর থেকে এই সেতুর কাজ শুরু হয়েছিল। তখন যান নিয়ন্ত্রণে যানজটে নাকাল হচ্ছিলেন যাত্রীরা। সাধারণ মানুষের কথা ভেবে শীতের উৎসবের আগেই পুরোদমে সেতু চালু করার পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশের পর যুদ্ধকালীন তৎপরতায় কাজ করেন পূর্তদফতরের ইঞ্জিনিয়ার, অফিসার এবং কর্মীরা। তারই সুফল মিলছে আজ থেকে।