দেশ

দিল্লিতে পৌঁছল রাহুল গান্ধি-র ভারত জোড়ো যাত্রা

দিল্লি পৌঁছল রাহুল গান্ধি-র ভারত জোড়ো যাত্রা। শনিবার হরিয়ানা থেকে রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রা দিল্লি পৌঁছয়। দিল্লি-হরিয়ানা সীমান্তে বদরপুরে রাহুলের জন্য অপেক্ষা করছিলেন মা তথা দলের প্রধান কান্ডারী সনিয়া গান্ধি, বোন প্রিয়ঙ্কা এবং স্বামী রবার্ট বঢরা। ভারত জোড়ো যাত্রায় সামিল হলেন প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।   যাত্রায় দেখা গেল প্রিয়ঙ্কার মেয়ে মিরায়াকেও। শনিবার রাহুল গান্ধি দিল্লি আসছেন, সেই খবর পেয়ে কার্যত ভোর রাত থেকে বদরপুরে জড়ো হয়েছিলেন কংগ্রেস নেতা-কর্মী সমর্থকেরা। দিল্লির শীত কেমন, সেখানে

যারা থাকেন বা গিয়েছেন, তারা ভালই জানেন। আর হরিয়ানায় হাড় কাঁপানো শীত। সেই কড়া ঠাণ্ডা উপেক্ষা করে শতাধিক কংগ্রেস কর্মী সমর্থক সামিল হন রাহুলের ভারত জোড়ো যাত্রায়। রাহুলের পদযাত্রায় সামিল হতে দেখা গেল হরিয়ানার মুখ্যমন্ত্রী ভুপিন্দর সিং হুড়া, কুমারী শেলজা, রণদীপ সুরজেওয়ালা, শক্তিসিন গোহেলকেও।  রাহুলের বিরুদ্ধে কোভিড বিধি ভাঙার অভিযোগ উঠেছে। সেই অভিযোগ অস্বীকার করেছেন দলের প্রবীণ নেতা পবন খুলা। জানিয়েছেন, কেন্দ্র নতুন করে কোভিড বিধি জারির দিন থেকেই তারা সেই নিয়ম মেনেই পদযাত্রা করেন। সুতরাং সরকারের তরফে অভিযোগ ধোপে টেকে না।