গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকে আচমকাই আগুন ধরে যায়। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার বৈষ্ণবঘাটা অঞ্চলে। সামনেই একটি গ্যাস গোডাউন রয়েছে। সেখানে সিলিন্ডারগুলি ডেলিভারি করতে ওই ট্রাকটি নিয়ে যাওয়া হচ্ছিল বলে খবর। স্টেশনের কাছাকাছি পৌঁছেও গিয়েছিল ট্রাকটি। তবে সিলিন্ডারগুলি নামানোর আগেই ট্রাকটিতে আগুন ধরে যায়। দাউ দাউ করে জ্বলতে শুরু করে ট্রাকটি। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। জানা গিয়েছে, সিলিন্ডারবোঝাই ট্রাকের আগুন নেভাতে তড়িঘড়ি পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। দ্রুততার সঙ্গে আগুন নেভানোর কাজ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এলাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা যায়। রাস্তাটি যথেষ্ট জনবহুল এবং আশপাশের বাড়িগুলিতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। রাস্তায় সারিবদ্ধ হয়ে গাড়ি দাঁড়িয়ে পড়ে। পরিস্থিতির মোকাবিলায় বৈষ্ণবঘাটা থেকে পাটুলি পর্যন্ত রাস্তায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এর জেরে বাইপাসের উপরও যানজটের সৃষ্টি হয়। ভোগান্তির শিকার হন যাত্রীরা।