জেলা

বড়দিনে পাহাড়ে তুষারপাত, বরফে ঢাকল টাইগার হিল

বড়দিনে খুশির খবর উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়লেও উত্তরে উৎসবের আমেজ ফিকে হয়নি। আবহাওয়া দফতরের পূর্বাভাস সত্যি করেই উত্তরবঙ্গে তুষারপাতের দেখা মিলল। জানা গিয়েছে, টাইগার হিল, সিনচেল সংলগ্ন এলাকায় সকালে বরফ পড়েছে। বরফের আস্তরণে বিস্তীর্ণ এলাকা ঢেকে যায়।  তবে শুধু তুষারপাতই নয়, পাশাপাশি হতে পারে বৃষ্টিও। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। রবিবার থেকে তিন দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জেলায়। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস। সোমবারেও বৃষ্টি হবে দার্জিলিং মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। দক্ষিণবঙ্গেও সোমবার বৃষ্টির সম্ভাবনা বীরভূম এবং মুর্শিদাবাদে। মঙ্গলবারেও হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিংয়ে। রাজ্যের বাকি কোথাও বৃষ্টির কোন সম্ভাবনা নেই।