কলকাতা

বড়দিনে সকাল থেকেই উপচে পড়া ভিড় চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, ইকো-পার্ক সহ অন্যান্য পর্যটন কেন্দ্রগুলিতে

করোনার আতঙ্কের মাঝেই বড়দিন পালন করতে রাস্তায় নেমেছে বঙ্গবাসী। বড়দিনে সকাল থেকেই চিড়িয়াখানা থেকে ভিক্টোরিয়া, সেন্ট পলস ক্যাথিড্রাল, ময়দান- ইকো পার্কে সহ শহরের বিভিন্ন এলাকায় ভিড় জমিয়েছেন উৎসবমুখর জনতা। তিলোত্তমার মতোই একই ছবি ধরা পড়ছে অন্যান্য জেলাতেও। দার্জিলিং থেকে সুন্দরবন , সর্বত্র পর্যটকদের ভিড়। এমন কি বড়দিনে উৎসবে মেতে উঠেছে দিঘা। রবিবার সকাল থেকে সেখানে উপচে পড়া ভিড় দিঘাতেও। এদিকে পিকনিক স্পটগুলিতেও সকাল থেকেই শুরু হয়ে রান্না-বান্নার তোড়জোড়। বড়দিন-বর্ষবরণে স্বাভাবিকভাবেই দিঘাতে পর্যটকদের ঢল নামে। তবে সকাল থেকে বেশি ভিড় চোখে পড়ল চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, ইকোপার্কে। তাছাড়া ২৪, ২৫, ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি মিলবে নাইট বাস সার্ভিস। মূলত পার্কস্ট্রিট এলাকার আশপাশেই থাকবে বাস। সেখান থেকে শহরের উত্তর ও দক্ষিণপ্রান্ত এবং শহরতলি এলাকায় পৌঁছে যাওয়া যাবে। এসি ও নন-এসি দু’ধরনের বাস-ই মিলবে রাস্তায়। আজ থেকে বাড়ছে মেট্রোর সংখ্য়াও।