কলকাতা

কলকাতার আর্ন্তজাতিক বানিজ্য মেলায় বাংলাদেশের সুপার স্টার গ্রুপ

কলকাতাঃ সায়েন্স সিটি প্রাঙ্গনে শুরু হয়েছে ২১তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এবারের ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার ২০২২ এর ফোকাস কান্ট্রি বাংলাদেশ। বাংলাদেশ থেকে অংশগ্রহনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে স্বনামধন্য ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি, সুপার স্টার গ্রুপ । সুপার স্টার গ্রুপ গুনগত মানের পণ্য উৎপাদন করে ইতিমধ্যে বাংলাদেশের বাজারে গ্রাহকদের আস্থা অর্জন করেছে৷ এবার পশ্চিমবঙ্গবাসীর সঙ্গেও ব্যবসায়িকভাবে মৈত্রীর সেতু তৈরি করতে আগ্রহী। তাই প্রতিষ্ঠানটি রাজ্যে ডিস্ট্রিবিউটরদের আকর্ষন করতে আগ্রহী। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বাংলাদেশ প্যাভেলিয়ানের ৬ নম্বর স্টলে প্রতিদিন প্রদর্শিত হচ্ছে মডুলার সুইচ, সকেট, ফিক্সচার, ফ্যান-সহ অন্যান্য পণ্য। প্রদর্শনী চলাকালে উপস্থিত আছেন ক্যাটাগরি হেড অব মার্কেটিং আব্দুল্লাহ আল মামুন এবং কমার্শিয়াল ইনচার্জ জনাব সায়েম। মেলা শুরু হয়েছে ১৬ ডিসেম্বর। চলবে ২ জানুয়ারি পর্যন্ত। ১৮ দিনের এই মেলায় অংশ নিয়েছে ২০টি দেশ এবং ভারতের ২২টি রাজ্য। বাণিজ্য মেলা উপলক্ষে সায়েন্স সিটিতে মোট ৬৫০টির বেশি স্টলে চলছে কেনাবেচা। খাবার থেকে শুরু করে পোশাক, আসবাবপত্র, বৈদ্যুতিক যন্ত্রপাতি, প্রশাধনী, ঘরসজ্জা এবং স্বাস্থ্য সুরক্ষার রকমারি জিনিসপত্র দিয়ে সাজানো হয়েছে সে সব স্টল। উদ্যোক্তারা জানিয়েছেন, বাণিজ্য মেলার মূল উদ্দেশ্য হল কলকাতাকে শিল্প ও বাণিজ্যের পীঠস্থান হিসাবে বিশ্বের দরবারে তুলে ধরা। ব্যবসায়িক ক্ষেত্রে কলকাতার প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বৃদ্ধি করতে চান বাণিজ্য মেলার উদ্যোক্তারা। সে কারণেই এগিয়ে এসেছে বাংলাদেশের প্রথমসারির ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান সুপার স্টার গ্রুপ।