বিনোদন

সেন্সর বোর্ডের সবুজ সংকেত পেল সৃজিত মুখোপাধ্যায়ের ‘গুমনামি’

বিরোধোদের মুখে ঝামা ঘষে দিয়ে সবুজ সংকেত পেয়ে গেল সৃজিত মুখোপাধ্যায়ের ‘গুমনামি’। নেতাজি অন্তর্ধান রহস্যের মতো একটি সাহসী বিষয়বস্তুকে ঘিরে ছবি তৈরির জন্য ইন্ডাস্ট্রির অন্দরে সৃজিত প্রসংসিত হলেও, বিতর্ক যেন পিছু ছাড়ছে না পরিচালকের। প্রথম টিজার মুক্তির পরই আইনি নোটিস দেওয়া হয়েছিল তাঁকে। নেতাজির সঙ্গে গুমনামি বাবার প্রসঙ্গ উত্থাপন করার বিষয়টি মোটেই ভাল চোখে দেখেনি বোস পরিবারও। জন্মলগ্ন থেকেই একাধিক বিতর্কে জড়িয়েছে ‘গুমনামি’। অতঃপর ছবি মুক্তির আগেও যে বড়সড় বাধার সম্মুখীন হবে এই ছবি, এমনটাই ভেবেছিলেন অনেকে। তবে যাবতীয় জল্পনায় ছাই দিয়ে এগিয়ে গেলেন পরিচালক। কারণ, ‘গুমনামি’ দেখে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন সবুজ সংকেত দিল পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে। ‘গুমনামি’ দেখে অভিভূত সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন। মিলল একেবারে ‘আনকাট ইউ’ ছাড়পত্র। পরিচালক আপ্লুত তো বটেই, সেই সঙ্গে সৃজিত ‘চেকমেট’ দিলেন ‘গুমনামি’ বিরোধীদের। সিবিএফসির তরফে জানানো হয়েছে, ছবিটা ব্যালান্সড। অবজেকটিভ, ইতিহাসকে কোনওভাবেই বিকৃত করা হয়নি ছবিতে, মুখার্জি কমিশনের রায়ের প্রেক্ষাপটে নেতাজি অন্তর্ধান রহস্যের তিনটি সম্ভাবনাকেই তুলে ধরা হয়েছে ছবিতে। সুতরাং, কোনওরকম কাঁচির কোপ খেতে হল না সৃজিতের ‘গুমনামী’-কে।