দেশ

মহারাষ্ট্র ও কর্নাটকের মধ্যে সীমান্ত বিতর্কিত এলাকাগুলিকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি উদ্ধব ঠাকরের

মহারাষ্ট্র ও কর্নাটকের মধ্যে সীমান্ত নিয়ে বিবাদের পারদ চড়ছে কয়েকমাস ধরেই। সুপ্রিম কোর্ট যেমন এই বিষয়টির মীমাংসার জন্য একটি কমিটি গঠন করে দিয়েছে তেমনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও উদ্যোগী হয়েছেন এই বিতর্ক মেটানোর জন্য। কিছুদিন আগে দুই রাজ্যের মুখ্যমন্ত্রীকে মুখোমুখি বসিয়ে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন শাহ। পরে জানিয়ে ছিলেন আলোচনা ইতিবাচক হয়েছে। সুপ্রিম কোর্টের তৈরি করা কমিটির সিদ্ধান্তের পর সবদিক বিবেচনা করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি নিয়ে এইসব আলোচনার মাঝেই দুই রাজ্যের বিতর্কিত এলাকাগুলিকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করার দাবি জানালেন শিবসেনার সুপ্রিমো ও মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। মঙ্গলবার এপ্রসঙ্গে তিনি জানান, মহারাষ্ট্র বিধানসভায় কর্নাটকের সঙ্গে সীমান্ত ইস্যু নিয়ে একটা সিদ্ধান্ত পাশ করানো হয়েছে। বিরোধীরাও এই সিদ্ধান্তের পক্ষে সমর্থন জানিয়েছে।