জেলা

হাওড়ার কুলগাছিয়ায় ছিনতাই করতে বাধা দেওয়ার কারণে শিশুকন্যার সামনেই মহিলাকে গুলি করে খুন

বুধবার সকালে ১৬ নং জাতীয় সড়কে হাওড়ার কুলগাছিয়ার নিকটে মহিষরেখা ব্রিজের কাছে ছিনতাই করতে বাধা দেওয়ার কারণে আড়াই বছরের শিশুকন্যার সামনেই এক মহিলাকে গুলি করে খুনের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। মৃত মহিলার নাম রিয়া কুমারী। তিনি ঝাড়খণ্ডের রাঁচির বাসিন্দা। সূত্রে খবর, আজ সকালে নিজেই গাড়ি চালিয়ে কলকাতা আসছিলেন ওই মহিলা। সঙ্গে ছিল তাঁর স্বামী প্রকাশ কুমার ও আড়াই বছরের শিশু কন্যা। মৃতার স্বামী পুলিসকে জানিয়েছেন, মহিষরেখা ব্রিজের কাছে প্রকৃতির ডাকে সাড়া দিতে স্ত্রীকে গাড়ি থামাতে বলেন তিনি। গাড়ি থামতেই তাঁদের গাড়ি ঘিরে দাঁড়ায় কিছু ব্যক্তি। এরপর আচমকই তাঁর ওপর হামলা চালায়। লুট করে নেওয়ার চেষ্টা করে তাঁর সঙ্গে থাকা টাকা পয়সা সহ আনুসঙ্গিক জিনিসপত্র। রিয়া দেবী ছিনতাইকারীদের বাধা দেওয়ার চেষ্টা করেন। সেই সময় খুব কাছ থেকে গুলি চালায় দুষ্কৃতীরা। এরপরেই দুষ্কৃতীরা পালিয়ে যায়। এই ঘটনার পর প্রকাশ কুমার গুরুতর জখম অবস্থায় স্ত্রীকে নিয়ে জাতীয় সড়কে হাসপাতাল খুঁজছিলেন। সেই সময় কুলগাছিয়ার পীরতলার কাছে স্থানীয় বাসিন্দারা গাড়িটিকে আটকায়। বিষয়টি জানার পর পুলিসে খবর দেন তাঁরা। পরে রাজাপুর থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছে মহিলাকে উদ্ধার করে উলুবেড়িয়া মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। স্বামীকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।