বিদেশ

১৮ কোটি বছর আগেকার অতিকায় সরীসৃপ সি-ড্রাগনের জীবাশ্মের খোঁজ মিলল ব্রিটেনে

 জুরাসিক যুগের এক বিশালাকায় সামুদ্রিক জীবের জীবাশ্ম আবিষ্কার করেছেন জীবাশ্মবিদ অর্থাৎ প্যালিয়েন্টোলজিস্টরা। জুরাসিক যুগের সামুদ্রিক জীবের যে জীবাশ্মটির অতিকায় এক সি ড্রাগন-এর। ২০২১ সালে মধ্য ইংল্যান্ডের রাটল্যান্ড ওয়াটার নেচার রিজার্ভ-এ প্রথমবার এর খোঁজ মেলে। ওয়াটার কনজার্ভেশন টিম ফর দ্য ট্রাস্ট-এর এক কর্মী জো ডেভিস রুটিন ড্রেইনিং প্রসিডিউরের সময় এই জীবাশ্মটি খুঁজে পান। প্রথমে তিনি ভেবেছিলেন, এটা হয়ত কোনও মাটির পাইপ হবে, যা মাটি ফুঁড়ে বেরিয়ে আছে। কিন্তু তিনি আশ্চর্য হন প্রথম দর্শনেই। কারণ, সেটা দেখেই তাঁর মনে হয়েছিল কোনও জৈব জিনিস সেটি। তিনি তাঁর সহকর্মীদের ডেকে দেখান ওই জিনিসটি। তাঁরা দেখেই বুঝেছিলেন, ওটা কোনও জীবের মেরুদণ্ড হবে। মেরুদণ্ডের শেষে যেটা উঠে আছে, তা

চোয়ালের হাড় । ডেভিস নিজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বলেছেন, “আমরা প্রথমে বিশ্বাসই করতে পারিনি। এই খোঁজটা অসাধারণ এবং কেরিয়ারের বাস্তবিক হাইলাইট। এই আবিষ্কার থেকে শিখে দারুন লাগল। একসময় সমুদ্রে এরকম একটা জীব সাঁতরে বেড়াত।” জীবাশ্মটি গত অগস্ট ও সেপ্টেম্বরে খুঁড়ে বের করা হয়। তারপরই চিহ্নিত হয় যে সেটি ইচথাইসর -এর। ইচথাইসর হল একটি সামুদ্রিক সরীসৃপ জীব এবং দেখতে অনেকটা ডলফিনের মতো। প্রায় ৩৩ ফুট লম্বা আয়তনের জীবাশ্মটি প্রায় ১৮০ মিলিয়ন (১৮ কোটি) বছর আগেকার। মাথার খুলিটি সাড়ে ছয় ফুট লম্বা। এই গবেষণায় সাহায্য করা ইচথাইসর বিশেষজ্ঞ ডিন লোমাক্স বলেছেন, ব্রিটেনে আবিষ্কার হওয়া জীবাশ্মটি এখনও পর্যন্ত উদ্ধার হওয়া দীর্ঘতম ইচথাইসরের কঙ্কাল।