জেলা

দার্জিলিং পুরসভা অনীত থাপার দখলে, আস্থা ভোটে হেরে গেল ‘হামরো পার্টি’

আদালতের দ্বারস্থ হয়েও শেষ রক্ষা সম্ভব হল না। যা মনে করা হয়েছিল তাই ঘটল। দার্জিলিং পুরসভায় ঘটল ক্ষমতার হাত বদল। আস্থা ভোট জিতে পুরসভা দখল করল অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। অজয় এডওয়ার্ডের হামরো পার্টির হাতছাড়া দার্জিলিং। সোমবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে হামরো পার্টির আর্জি খারিজ হতেই স্পষ্ট হয়ে গিয়েছিল অজয় এডওয়ার্ড-এর পার্টির পক্ষে ক্ষমতা ধরে রাখা সম্ভব নয়। আস্থা ভোট নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তাল ছিল শৈলশহর। পর্যটক ভরা মরশুমে অশান্তি এড়াতে জারি ১৪৪ ধারা। গত ২৪ নভেম্বর কার্শিয়াঙে হামরো পার্টির ছয় কাউন্সিলর যোগ দেন অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার দলে। এরপরই গত ২৪ নভেম্বর চেয়ারম্যানের পদত্যাগ চেয়ে ছয় জন কাউন্সিলর মিটিং ডাকার জন্য নোটিশ পাঠায়। কিন্তু ১৫ দিনের মধ্যে সেই মিটিং ডাকা না হওয়ায় তিনজন কাউন্সিলর তার বিরুদ্ধে অনাস্থা আনার জন্য ফের ২৮ ডিসেম্বর মিটিং ডাকে। তার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন হামরো পার্টির চেয়ারম্যান রীতেশ পোর্টেল ও ভাইস চেয়ারম্যান ইয়াঞ্জি শেরপাও। কিন্তু, সেই প্রস্তাব খারিজ হতেই ক্ষমতা ধরে রাখা কঠিন বুঝে লুপহোলস খোঁজায় নামে হামরো পার্টির নেতা অজয় এডওয়ার্ডস। পরে দার্জিলিং ক্যাপিটাল হলের সামনে ধরনায় বসেন তিনি। তাঁর অভিযোগ, পিছনের দরজা দিয়ে দার্জিলিঙে পুরসভা দখল করল অনীত থাপার দল। পুরো প্রক্রিয়াকে বেআইনি অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন অজয়।