জেলা

তৃণমূল ছাড়লেন বিনয় তামাং

পাহাড়ের রাজনীতিতে হঠাৎই রঙ বদল৷ বদলে গেল পাহাড়ের রাজনীতির সমীকরণ৷ তৃণমূল ছেড়ে দিলেন পাহাড়ের নেতা বিনয় তামাং৷ শুধু দল ছাড়লেন তা নয়, দল ছেড়েই শাসকদলের বিরুদ্ধে মুখ খুললেন তিনি৷ বললেন, ‘দার্জিলিংয়ে গণতন্ত্র বিপন্ন৷’ এ ছাড়া একটি প্রেস বিবৃতি জারি করে একাধিক দাবি করেছেন তিনি৷ প্রেস বিবৃতি বিনয় জানিয়েছেন, দার্জিলিংয়ে গণতন্ত্র এখন প্রশ্নের মুখে পড়েছে৷ পাহাড়ে দুর্নীতি আটকে গণতন্ত্র পুনরুদ্ধারে তিনি জীবন বাজি রাখতেও রাজি, একথাও বলেছেন৷ দার্জিলি পুরসভা নিয়ে এমনিতেই রাজনৈতিক ডামাডোল চলছে৷ বুধবার দার্জিলিং পুরসভার কার্যত দখল নিয়ে নিয়েছে অনীত থাপার দল৷ দার্জিলি পুরসভায় এসেছে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা বা বিজিপিএম৷