কলকাতা

আগামীকাল প্রধানমন্ত্রীর কাছে রাজ্যের বকেয়ার দাবি ফের তুলবেন মুখ্যমন্ত্রী

 প্রধানমন্ত্রীর কাছে রাজ্যের প্রাপ্য বকেয়া নিয়ে ফের সরব হতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর দুটো থেকে দুটো ৪৫ মিনিট পর্যন্ত আগামীকাল অর্থাৎ শুক্রবার প্রধানমন্ত্রী সূচিতে মধ্যাহ্ন ভোজের জন্য বিরতি রাখা হয়েছে। সেই সময়ই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে রাজ্যের পক্ষ থেকে আলাদা দাবি পত্র পেশ করতে পারেন বলে নবান্ন সূত্রে খবর। রাজ্যের এখনও কী কী বকেয়া রয়েছে কেন্দ্রের কাছে, তার তালিকা-সহ বিস্তারিত তথ্য ও প্রধানমন্ত্রীর কাছে দাবিপত্র হিসেবে পেশ করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয় নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি নিয়েছে নবান্নের শীর্ষ মহল। পাশাপাশি বারবার বাংলায় বন্যা হচ্ছে তা নিয়ে দাবি পত্রে উল্লেখ থাকতে পারে বলে সূত্রের খবর। বাংলায় বন্যা হওয়ার কারণ ডিভিসির জল ছাড়া তা নিয়েও ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রীর কাছে দাবিপত্র হিসেবে তুলে ধরতে পারেন।