শনিবারও কলকাতার পারদ ১৫-র নীচে। রবিবার থেকে ফের সামান্য বাড়বে তাপমাত্রা। আপাতত চার থেকে পাঁচ দিন শীতের আমেজ থাকবে। নববর্ষের প্রথম সপ্তাহের মাঝামাঝি শীতের আরো একটা ছোট্ট স্পেল দেখা যাবে বলে জানা গিয়েছে। কলকাতায় সকালে গাঢ় কুয়াশা থাকবে। সকাল আটটার পরে পরিষ্কার আকাশ দেখা যাবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে। শহরে শুষ্ক আবহাওয়া এবং শীতের আমেজ থাকবে। আগামী ৪-৫ দিন শুষ্ক আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা নেই। আজ ও আগামিকাল সকালের দিকে কুয়াশা থাকবে। কলকাতায় পরিষ্কার আকাশ। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৮ ডিগ্রি।। । গতকাল তাপমাত্রা ছিল ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় ছিল ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। পশ্চিমবঙ্গে দার্জিলিং, কালিম্পং এবং সিকিমের পার্বত্য এলাকায় শনিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিকিমে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। রাজ্যে আর কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানা গিয়েছে। আগামী চার থেকে পাঁচ দিন মূলত শুষ্ক আবহাওয়া দেখা যাবে। জলীয় বাষ্পের পরিমাণ কমবে বলেও জানা গিয়েছে।