রাজ্যের স্কুলগুলিতে বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য প্রক্রিয়া শুরু করল স্কুল সার্ভিস কমিশন । কাউন্সেলিংয়ের জন্য ৬৫ জন চাকরিপ্রার্থীকে ডাকল এসএসসি। আগামী ৬ জানুয়ারি এসএসসি দফতরে তাঁদেরকে হাজির হতে বলা হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, আগামী ৬ জানুয়ারি সকাল ১০টা থেকে কাউন্সেলিং শুরু হবে। এসএসসি’র দফতর আচার্য সদজনে এই কাউন্সেলিং হবে বলে জানানো হয়েছে। কাউন্সেলিংয়ে অংশ নেওয়ার জন্য ৬৫ জন চাকরিপ্রার্থীর নামের তালিকা প্রকাশ করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের তরফে। তাঁদেরকে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট www.westbengalssc.com থেকে ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে হবে। আগামী ৩ জানুয়ারি থেকে তা ডাউনলোড করতে পারবেন চাকরিপ্রার্থীরা। কমিশনের তরফে জানানো হয়েছে বৈধ নথি পত্র ছাড়া চাকরিপ্রার্থীদের কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। তালিকায় নাম থাকা কোনও চাকরিপ্রার্থী ৬ তারিখে কাউন্সেলিংয়ে হাজির না হলে তাকে অনুপস্থিত বলে ধরা হবে।