হরিয়ানার ক্রীড়ামন্ত্রী ও অলিম্পিয়ান সন্দীপ সিংহের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে কড়া শাস্তির দাবি তুললেন এক জুনিয়র অ্যাথলেট কোচ । প্রাক্তন ওই জাতীয় স্তরের খেলোয়াড় বর্তমানে হরিয়ানাতে জুনিয়র অ্যাথলেট কোচ হিসেবে কর্মরত রয়েছেন। রবিবার তিনি অভিযোগ করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী সন্দীপ সিং তাঁকে ধারাবাহিকভাবে শারীরিক ও মানসিক ভাবে হেনস্থা করেছেন। আম্বালাতে হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজের সরকারি বাসভবনে গিয়ে তাঁর কাছে এই বিষয়ে সাহায্য চেয়ে আবেদন করতে আসেন ওই মহিলা কোচ। সেখান ঢোকার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের ক্রীড়ামন্ত্রী সন্দীপ সিংয়ের বিরুদ্ধে ওই চাঞ্চল্যকর অভিযোগ করেন। এপ্রসঙ্গে বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী সবসময় আমাদের সাহায্য করে এসেছেন সেই তখন থেকেই যখন তিনি হরিয়ানার ক্রীড়ামন্ত্রী ছিলেন। তাই তাঁর উপর প্রচুর ভরসা রয়েছে। আজও আমার পূর্ণ আস্থা আছে যে তিনি আমার কথা শুনে ন্যায়ের পক্ষেই থাকবেন।” ডিসেম্বর মাসের প্রথমেই ওই মহিলা জুনিয়র অ্যাথলেট কোচ রাজ্যের বিরোধী দল ভারতীয় জাতীয় লোক দলের অফিসে একটি সাংবাদিক বৈঠক করেন। সেখানে তিনি অভিযোগ জানিয়ে ছিলেন যে হরিয়ানার ক্রীড়ামন্ত্রী তাঁকে গত বছরের ফেব্রুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করেছেন। সোশ্যাল মিডিয়াতে বারবার মেসেজ করার পাশাপাশি তাঁকে অশালীনভাবে স্পর্শ করেছেন। এমনকী তাঁকে হুমকি দিয়ে মেসেজও পাঠিয়েছেন। তাই অবিলম্বে মনোহর লাল খাট্টারের সরকারের কাছে সন্দীপ সিংকে অবিলম্বে বরখাস্ত করার পাশাপাশি এই বিষয়ে তদন্ত করার জন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠনের দাবিও জানান ওই কোচ।